পূর্ণ শক্তির ভারত আসছে বাংলাদেশে
ধোনি-কোহলিই বাংলাদেশ সফরে অধিনায়ক
নানান নাটকীয়তার পর অবশেষে বিরাট কোহলিকে টেস্ট এবং মহেন্দ্র সিং ধোনিকেই ওয়ানডে অধিনায়ক করে বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত। মুম্বাইতে আজ দল নির্বাচনী বৈঠক করেন সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি। এরপরই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।
গত এক সপ্তাহ ধরে আইপিএলের বাইরে ভারতীয় ক্রিকেটের বাতাস গরম করে রেখেছিল বাংলাদেশ সফরে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বিশ্রাম চাওয়া প্রসঙ্গ। যেখানে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের মত ক্রিকেটাররাও। তবে নির্বাচকরা সিনিয়রদের বিশ্রাম চাওয়ার আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশে পাঠাচ্ছে তাদেরকে।
বিরাট কোহলি ছাড়াও ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আবেদনও বাতিল করে দিয়েছে ভারতীয় নির্বাচকরা। সুতরাং বাংলাদেশে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ধোনি। শুধু টেস্টই নয়, কোহলিকে ওয়ানডেও খেলতে হবে বাংলাদেশ সফরে।
শুধুমাত্র ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। তবে দীর্ঘদিন পর টেস্ট দলে ঠাঁই মিলেছে স্পিনার হরভজন সিংয়ের। ইনজুরি থেকে ফিরেছেন ইশান্ত শর্মাও।
হোম সিরিজে পাকিস্তানকে যেভাবে বাংলাদেশ বিধ্বস্ত করেছে, তাতে ভারতীয় বোর্ড সত্যিই চিন্তিত। তারওপর, বিশ্বকাপের কোয়ার্টার পাইনালের সেই লজ্জাজনক ঘটনার পর বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে আছে, তাতে খর্ব শক্তির দল পাঠানোর ব্যাপারে সাহস করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এ কারণেই টেস্ট এবং ওয়ানডে- দুই ফরম্যাটেই পূর্ণ শক্তির দল বাছাই করলো ভারতের নির্বাচক কমিটি।
ভারতের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছেন এই অজুহাত তুলে যে, গত নভেম্বর-ডিসেম্বর থেকেই তারা একটানা ক্রিকেট খেলে যাচ্ছেন। প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর বিশ্বকাপ। সেখান থেকে ফিরে এসেই আবার দেড় মাস ধরে চলা আইপিএলের ঝাঁকুনি। দীর্ঘদিন ক্রিকেট খেলার কারণে তাদের ওপর ক্লান্তি ভর করেছে বলে বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা।
ভারতের জি’নিউজ গতকালই (মঙ্গলবার) রিপোর্ট প্রকাশ করেছিল, ‘কোহলিকে বিশ্রাম দেওয়া হচ্ছে। বাংলাদেশ সফরে নেতৃত্বে রোহিত।’ কিন্তু সেটিও যে গুজব ছিল, তা আজ প্রমান করে দিল ভারতের জাতীয় নির্বাচক কমিটি।
কিন্তু বিসিসিআই তাদের বোঝানোর চেষ্টা করেছে যে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা গুরুত্বপূর্ণ। খর্ব শক্তির কোন দল পাঠালে হারের সম্ভাবনা প্রবল। শোনা গিয়েছিল, ধোনিকে বিশ্রাম দেওয়া হতে পারে হয়তো। শুধু কোহলিকে বোঝানো হচ্ছিল, ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে। কিন্তু; বাস্তবে দেখা গেলো ধোনি-কোহলি দু’জনকেই পাঠানো হচ্ছে বাংলাদেশে।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধি.), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব, ভরুন অ্যারোন, ইশান্ত শর্মা।
ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।
মন্তব্য চালু নেই