ধোনি কি অবসর নিচ্ছেন? নইলে সচিন কেন বললেন এমন কথা?
২০১৪ সালে তিনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখনই প্রশ্ন উঠেছিল একদিন বা ২০ ওভারের খেলাতেও আর কতদিন দেখা যাবে মাহিকে।
ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফিসহ বহু সম্মান এনে দিয়েছেন দেশকে। ১২ বছরের উপর আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছেন ক্যাপ্টেন কুল। তবে তাঁর কেরিয়ার আর কতদিন রয়েছে, তা নিয়ে দেশের ক্রীড়ামহলে বিভিন্ন সময়ে জল্পনা শোনা গিয়েছে। ২০১৪ সালে তিনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখনই প্রশ্ন উঠেছিল একদিন বা ২০ ওভারের খেলাতেও আর কতদিন দেখা যাবে মাহিকে। তবে পরবর্তী সময়ে কিছু ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে সে প্রশ্নের জবাব তিনি নিজেই দিয়েছেন।
নির্বাচন কমিটির তরফ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল ধোনির বিকল্প নিয়ে এখনই কিছু ভাবছে না বোর্ড। তার অন্যতম কারণ অবশ্য ভাবার সময় বা প্রয়োজন কোনওটাই এখনও আসেনি। তারা জানিয়েছি্ল, যেহেতু ধোনির ফিটনেসের কোনও কমতি নেই, তাই তিনি চাইলেই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন। সেটা একদিক থেকে নির্বাচকমণ্ডলীর কাজটাই সোজা করে দেবে। অন্য অধিনায়কের সন্ধান করতে এখনই ময়দানে নামতে হবে না তাদের।
এবার এ প্রসঙ্গে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর মতামত। তিনি মনে করেন, কারোর খেলতে পারা না পারাটা বয়সের উপর নির্ভর করে না। যেটার উপর করে, তা হল ফিটনেস। টি টোয়েন্টি শুধুমাত্র ইয়ংস্টারদের জন্য, এমন কথাও তিনি মানতে নারাজ। প্রসঙ্গত, ব্র্যাড হগের কথা বলেন তিনি। ৪৪ বছর বয়সেও দিব্যি ক্রিকেট খেলছেন হগ। ৩৮ বছর বয়সে সচিন নিজেও একদিনের খেলায় ডবল সেঞ্চুরি করেছেন। সুতরাং একথা স্পষ্ট যে বয়স তাঁদের খেলায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। সচিনের মতে, ধোনির উদ্দেশেও এই একই কথা খাটে। কতদিন ধোনি খেলা চালিয়ে যাবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর উপরই। বর্তমানে ৩৫ বছর বয়স ধোনির। সচিন জানিয়েছেন, ধোনির খেলার বিচারক ধোনি নিজেই। তাই এই বিষয়ে জল্পনা না বাড়িয়ে বিষয়টি তাঁর উপরই ছাড়া দরকার।-এবেলা
মন্তব্য চালু নেই