ধোনি আর সৌরভের মধ্যে জ্বলতে থাকা আগুনে যেভাবে ঘি ঢাললেন যুবরাজ

যুবির বাবা যোগরাজ সিংহের জন্যই ধোনি-জমানায় বারবার যুবরাজকে অবহেলা করা হয়েছে। দলে নেওয়া হয়নি তাঁকে।
গোটা ভারত জানতে চায় কে সেরা? মহেন্দ্র সিংহ ধোনি? নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়?

সৌরভ এবং ধোনি উভয় জমানাতেই খেলেছেন এমন ক্রিকেটারদের কাছে বহুবার ছুড়ে দেওয়া হয়েছিল এই প্রশ্ন। সরাসরি উত্তর দিতে চাননি কেউ। অনেকেই এড়িয়ে গিয়েছেন, ঘুরিয়ে উত্তর দিয়েছেন কেউ। কারণটা খুবই পরিষ্কার।

পছন্দের অধিনায়কের নাম বলে দেওয়ার অর্থই তো অন্য অধিনায়ককে ছোট করা, তাঁর চক্ষুশূল হওয়া। যুবরাজ সিংহ অবশ্য বাকিদের মতো নন। তিনি সরাসরি বেছে নিয়েছেন তাঁর পছন্দের অধিনায়ককে।

যুবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার মতে কে সেরা? ধোনি, নাকি সৌরভ? উত্তরে যুবরাজ বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের নেতৃত্বেই আমি নিজের জীবন শুরু করি। ওর নেতৃত্বেই ভারত একটা দল হিসেবে গড়ে উঠেছিল। বীরেন্দ্র সহবাগ, আশিস নেহরা, জাহির খান, হরভজন সিংহ, কিংবা আমার মতো ক্রিকেটারকে সৌরভ যথেষ্ট সাপোর্ট করেছে। এই কারণেই আমি সৌরভকে এগিয়ে রাখব ধোনির থেকে।’
ধোনির নেতৃত্বেও খেলেছেন যুবরাজ। নিন্দুকেরা বলে থাকেন, যুবির বাবা যোগরাজ সিংহের জন্যই ধোনি-জমানায় বারবার যুবরাজকে অবহেলা করা হয়েছে। দলে নেওয়া হয়নি তাঁকে। আর যতবারই যুবি দল থেকে বাদ পড়েছেন ততবারই তাঁর বাবা যোগরাজ ধোনির উপরে উগরে দিয়েছেন যাবতীয় রাগ। যুবরাজের ক্রিকেটজীবন এখন শেষের দিকে। টেস্ট দলে তাঁর জায়গা হয় না। ওয়ানডেতেও নেই তিনি। পড়ে রয়েছে কেবল টি টোয়েন্টি। সেই দলেও বাঁ হাতি অলরাউন্ডারের জায়গা হবে কি না, তার উত্তর দেবে সময়। নিবে যাওয়ার আগে বিতর্কিত প্রশ্নটার সরাসরি জবাব দিয়ে গেলেন যুবরাজ। মহারাজকেই সেরা বলে গেলেন তিনি। -এবেলা



মন্তব্য চালু নেই