ধোনির বিরুদ্ধে স্ট্যাটাস দিলেই ১০০ টাকা রিচার্জ!

গত বিশ্বকাপে মেলবোর্ন কাণ্ডের কথা ভুলে যায়নি বাংলাদেশিসহ বিশ্ববাসী। ভারত-বাংলাদেশের সেই ম্যাচে কি হয়েছিল নিজ চোখে দেখেছে বিশ্ববাসী। সেই ঘটনার পর কিছু টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছিল। অবশ্য সে আশঙ্কাকে পেছনে ফেলে দুই দেশের ক্রিকেট গড়িয়েছে বহুদূর।

তবে গতকাল মেলবোর্ন কাণ্ডের যেনো প্রতিশোধ নিলো বাংলার টাইগাররা। মেলবোর্নের মতো এবারও কিছু একটা হয়তো করতে চেয়েছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। কিন্তু তিনি তা করতে পারেননি। অবশেষে পরাজয় কাঁধে নিয়েই মাঠ ছাড়লেন।

তবে গতকালও ধোনির কর্মকাণ্ডে ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই নানা মন্তব্য করছেন। এমনকি ধোনির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলে ১০০ টাকা রিচার্জ পাঠানো হবে বলেও জানিয়েছেন একজন। তিনি হলেন- সাকিব আহমদ মিঠু। ৭১ টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত আছেন তিনি।

সাকিব তার ফেসবুক ওয়ালে লিখেছেন- ‘ধোনিকে ভালো করে সভ্য ভাষায় বাঁশ দিয়ে কেউ একটা স্ট্যাটাস দিন। যার স্ট্যাটাস খুব ভালো হবে, আমি তাকে ১০০ টাকা রিচার্জ পাঠাবো। শুধু স্ট্যাটাসটা আমাকে ট্যাগ বা লিংক দেবেন। একটা কিশোর ছেলেকে ধোনি কিভাবে নির্যাতন করলো তা দেখেছে এই বিশ্ব।’

ওয়াহিদুর রহমান রাজু নামের একজন লিখেছেন, ‘পলকা শরীর। এখনো বয়স ২০ হয়নি। ওয়ানডে খেলতে নেমেছেন আজই প্রথম। সেই মুস্তাফিজ ধোনির মতো পেটানো শরীরের ধাক্কা সামলে উঠতে পারবে কেন?’

‘বলের দিকে চোখ ছিল মুস্তাফিজের, ধোনিরও। বলটা মিড অফের দিকে গিয়েছিল বলে মুস্তাফিজ ঘুরে গিয়েছিলেন। পেছন থেকে কে আসছে দেখার উপায় ছিল না তার। কিন্তু ধোনি স্ট্রাইকিং প্রান্ত থেকে আসছিলেন। প্রথম দিকে চোখে না পড়লেও শেষ মুহূর্তে ঠিকই মুস্তাফিজকে দেখতে পান তিনি। আর সেই সময়ই নিজে সরে যাওয়ার বদলে যেন ইচ্ছে করেই ধাক্কা মেরে মুস্তাফিজকে সরিয়ে দেন তিনি। পরে আম্পায়ারের কাছে অভিযোগও করেন।

আইনত ধোনি ঠিক আছেন। কিন্তু ভারতীয় অধিনায়কের যে ভাবমূর্তি, এর সঙ্গে তা যায় কী? (২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারত ভীষণ চাপের মুখে পড়ে ধুঁকছিল। হয়তো সেই চাপেরই বহিঃপ্রকাশ এটা)। কিন্তু আজ থেকে বহুদিন পরও যদি এই ঘটনার ফুটেজ দেখেন, ধোনি কী অনুতপ্ত হবেন?’

তিনি আরো লিখেছেন, ‘এই ঘটনার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ধোনি। সাকিবের বলে মুশফিকের দুর্দান্ত ক্যাচে গ্যাচাং….ফাইনালি বাংলা বাঁশ।’

রফিকুল ইসলাম কামাল নামে একজন তার ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন, ‘ধোনী সাব, আপনি না হয় বেয়াদ্দপির ধাক্কা মেরেই দিলেন! এবার হারের ধাক্কাটা সামলান দেখি!’

মঞ্জুর আহমেদ নামের একজন লিখেছেন, ‘বাংলাদেশ কি জিনিস এবার নিশ্চয় বুঝতে ভুল হবে না বেয়াদব ধোনি-কোহলিদের। বাংলা ‘বাঁশ’ কেমন লাগছেরে?’

Sylhet4



মন্তব্য চালু নেই