‘ধোনির প্রয়োজন ফুরিয়েছে’
সাম্প্রতিক সময়ে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স হতাশ করেছে পুরো দলকে। সর্বশেষ রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি তিনি। সবমিলিয়ে সমালোচনা চলছেই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করছেন, ভারত দলে ধোনির প্রয়োজন ফুরিয়েছে।
আজহারউদ্দিন বলেন, ‘ধোনি অধিনায়ক। চাপ থাকবেই তার উপর। কিন্তু এভাবে পারফর্ম করতে থাকলে, নির্বাচকদের ভাবা উচিত।’
শুধু ধোনিকেই নয়, পুরো ভারত দলকেই দোষারোপ করছেন তিনি। তার মতে, ভারতে এখন আর কোন ম্যাচ উইনার নেই।
রবিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে নেমে সাত উইকেটে ২৯৮ রানে আটকে যায় স্বাগতিক ভারত। তবে অধিনায়ক হিসেবে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি ধোনি। মাত্র ৩১ রানেই ফিরতে হয়েছে তাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য চালু নেই