ধোনির জন্য নিয়ম ভাঙছে বিসিসিআই!

দীর্ঘদিনের বিরতি শেষে ক্রিকেটে ফিরে প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামবেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এতেই বেঁধেছে গোল। শুধু ধোনির জন্য নিয়ম ভাঙতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)? এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো ক্রিকেটার ইনজুরি থেকে ফিরলে তাকে অবশ্যই একটি হলেও প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়। এরপর তাকে ফিট মনে হলে নির্বাচক কমিটি চাইলেই জাতীয় দলে রাখতে পারবে। ধোনি যদিও কোনো ইনজুরিতে পড়েননি, তারপরও তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২৯ অক্টোবর, বিশাখাপত্তমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আড়াই মাস পর আগামী ১৫ জানুয়ারি সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন ধোনি।

নিয়ম অনুযায়ী, দীর্ঘ বিরতির পর এখন ধোনিকে তাই প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। গত বছর অস্ট্রেলিয়া সফরের জন্য ‘বিজয় হাজারে ট্রফি’ খেলে নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করেছিলেন তিনি। কিন্তু আবার ‘বিজয় হাজারে ট্রফি’ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সেক্ষেত্রে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে।

তবে এখন শুধু বোর্ডের নিয়ম মেনে ধোনিকে ম্যাচ ফিট প্রমাণ করার জন্য ‘রঞ্জি ট্রফি’তে খেলার পথ খোলা আছে। কিন্তু সাদা পোশাকে অবসর নেওয়ায় ধোনিকে ছাড়াই রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ধোনির দল ঝাড়খণ্ড। ধোনিও রঞ্জিতে খেলার ব্যাপারে এখনো কিছু জানাননি।

এছাড়া ঘরোয়া কোনো ক্রিকেট লিগে খেললেও ধোনির ক্ষেত্রে বোর্ডের নিয়ম মানা হতো। ভারতীয় সংবাদমাধ্যমে ধোনির প্রসঙ্গ নিয়ে লেখালেখিতে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের কথাও। কিন্তু বিসিসিআই তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে অনুমতি দেয় না। তাই বিপিএলে খেলার কোনো সম্ভাবনাও নেই ধোনির।

সেক্ষেত্রে হয়তো ধোনির জন্য নিয়ম ভাঙতেই হবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে!

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস



মন্তব্য চালু নেই