ধোনির অবসর নিয়ে মুখ খুললেন কোহলি
ধোনির অবসর প্রসঙ্গে শেষ পর্যন্ত মুখ খুললেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ মহেন্দ্র সিংহ ধোনির অবসরের সিদ্ধান্ত দলের সবাইকে হতবাক করেছে। নীরবতা ভেঙে এবার কথাটা স্বীকার করলেন ভারতের টেস্ট দলের সদ্য নিযুক্ত অধিনায়ক বিরাট কোহলি।
মেলবোর্ন টেস্টের শেষ পর্যন্তও কেউ এ ব্যাপারে জানতেন না বলে দাবি করেছেন তিনি। কোহলি বলেন, ‘মেলবোর্ন টেস্ট ড্র হওয়ার পর ধোনি ড্রেসিংরুমে তার অবসরের কথা জানান।’
সিডনিতে অধিনায়ক হিসেবে প্রথম সাংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা বিষ্ময়। ম্যাচের পর তখন সবাই পোশাক বদলাচ্ছিলাম, জিনিসপত্র গোছগাছ করছিলাম। ঠিক তখনই ধোনি তার সিদ্ধান্তের কথা জানান। আমরা তো সবাই স্তম্ভিত হয়ে পড়ি। বুঝতে পারছিলাম না কী করব, কী বলব। এটা একেবারেই আকবস্মাৎ একটা সিদ্ধান্ত। আমরা ঘুনাক্ষরেও ভাবতে পারিনি এমন কিছু ঘটবে। তাই প্রথমে সবাই চমকে উঠেছিলাম।’
অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ড্রয়ের পরই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন ধোনি। দীর্ঘ সাত বছর ভারতীয় দলের অধিনায়ক থাকার পর এই সিদ্ধান্ত হঠাৎ করেই নিয়ে ফেললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।’
কোহলি বলেন, ‘এটা ধোনির কাছে খুবই আবেগবিহ্বল মুহূর্ত ছিল। তার নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলাম আমরা। কাজেই সেই আবেগবিহ্বলতা ছুঁয়ে যায় আমাদেরকেও।’
ধোনির আচমকা অবসরের পর জ্বল্পনা ছড়ায় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও কোহলির সঙ্গে মতপার্থক্যের জেরেই ক্যাপ্টেন কুলের এই সিদ্ধান্ত। কিন্তু কোহলি এই জ্বল্পনা সপাটে বাউন্ডারির বাইরে উড়িয়ে বলেছেন, যতদিন ধোনি দলের সঙ্গে থাকবেন ততদিন তার পরামর্শ নিয়েই তিনি দল চালাবেন । মিডিয়া নিজেদের মত করে বিষয়টিকে ব্যখ্যা করেছ বলেও মন্তব্য করেন কোহলি।
মন্তব্য চালু নেই