ধীরগতির ইন্টারনেটের জন্য টুইটার আনল ‘লাইট’ সংস্করণ
মোবাইল প্ল্যাটফর্মের জন্য আরও দ্রুত গতির সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং যাদের মোবাইলে সীমিত ডেটা প্ল্যান তাদের উদ্দেশেই এই সংস্করণ আনা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার উন্মুক্ত হওয়া টুইটার ‘লাইট’ সংস্করণটি যুক্তরাষ্ট্রের বাহিরের ব্যবহারকারীদের জন্যই বলে জানিয়েছে টুইটার। সানফ্রান্সিসকো ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর ভিত্তিতে অনেকটাই পিছিয়ে আছে। প্রতিষ্ঠানটির গড় মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩১৯ মিলিয়ন। যা কিনা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফেসবুকের চেয়ে অনেক কম। টুইটার জানিয়েছে ব্যবহারকারীরা তাদের মোবাইলে এই লাইট সংস্করণে ৪০ শতাংশ ডেটা খরচ হ্রাস করতে পারবে।
উল্লেখ্য, ফেসবুক তাদের লাইট সংস্করণ ২০১৫ সালেই উন্মুক্ত করেছিল।
মন্তব্য চালু নেই