ধারাবাহিকে জুটি বাঁধলেন শ্যামল-প্রভা

আবারো জুটি বাঁধছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও শ্যামল মাওলা। নির্মাতা ইরানী বিশ্বাসের নতুন ধারাবাহিক ‘স্বপ্নের কাছাকাছি’তে কাজ করছেন করছেন তারা। নাটকে মায়া ও নয়ন নামে দুটি চরিত্রে দেখা যাবে তাদের।

ইরানী বিশ্বাস জানালেন, ২১ ডিসেম্বর থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। রুপঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। প্রথম লটের কাজ চলবে ২৭ তারিখ পর্যন্ত। প্রথম লটে ১৩ পর্বের কাজ শেষ হবে। গ্রামের একজন সহজ সরল মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রভা।’

প্রযোজনা প্রতিষ্ঠান ফেইম ক্রিয়েটিভ প্রডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।

গত ঈদে ‘আপটাউন ফাঙ্ক’সহ আরো কটি নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের।



মন্তব্য চালু নেই