ধামরাইয়ে ৬০ হাজার ইয়াবাও ১৯০পিচ ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা আরিচা মহা সড়কের ধামরাই ঢুলিভীটার দক্ষিন পাশে বড় চন্দ্রাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা ও ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করেছে ধামরাই থানার পুলিশ । এসময় এক রিক্সা চালককে পুলিশ আটক করলে ও তাকে নির্দোশ বলে জানা গেছে ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু বলেন, এটি ৫ বছরের মধ্যে সব চেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য হবে প্রায় দুই কোটি টাকা।
এই মাদকের চালান বহন কারী ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।তিনি বলেন ইয়াবা বহন কারী ব্যবসায়ীদের নাম পরিচয় জানা গেছে,দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে ।
এসময় এক রিক্সাচালক কে আটক করলেও সে অপরাধী নয় বলে জানান ধামরাই থানার ওসি।
মন্তব্য চালু নেই