ধামরাইয়ে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
নিজন্ব প্রতিবেদক : সাভারের ধামরাইয়ে চোর সন্দেহে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার দিনগত ভোর ৪টার দিকে সাভারের ধামরাইয়ের চর ডাউটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, ধামরাই থানাধীন চর ডাউটিয়া এলাকায় ভোর রাতের দিকে অজ্ঞাত পরিচয় এক যুবক ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে সাইদুর রহমানের দোকানের তালা কাটার চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী বিষয়টি দেখে ফেলে এবং এলাকাবাসী একত্রিত হয়ে গণ পিটুনী দিলে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত যুবক মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে বলেও জানান ওসি।
নিহত ওই যুবক মাদকাসক্ত ছিল বলে ধারনা পুলিশের।
মন্তব্য চালু নেই