ধাওয়া-পাল্টা ধাওয়ার খবরে ভোটকেন্দ্রে ডিআইজি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে তাৎক্ষনিক ভোটকেন্দ্রে চলে গেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নুরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে ৬ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে ছুটে যান তিনি।

সরেজমিনে দেখা গেছে, সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরকার সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী সিরাজ মন্ডল ও মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করছিল।দুপুর দেড়টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এর কিছুক্ষণ পরই ডিআইজি পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রটিতে হাজির হন। মোবাইল ফোনে স্থানীয় এক নেতার অভিযোগের ভিত্তিতেই সেখানে যান তারা।

এ সময় ডিআইজি সাংবাদিকদের বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে নারায়ণগঞ্জবাসী। কেউ কোন অনিয়ম করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনৈতিক তদবির করলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।প্রসঙ্গত, কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা আড়াই হাজার।এর মধ্যে দুপুর দেড়টা নাগাদ ১ হাজার ৪শত ৭৩ জন ভোট দিয়েছেন।



মন্তব্য চালু নেই