ধাওয়া খেল ‘আসল বিএনপি’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে এসে জাতীয়তাবাদী ছাত্রদলের ধাওয়া খেয়ে পালিয়েছে ‘আসল বিএনপি’র কর্মীরা। এ সময় ‘আসল বিএনপি’র ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রতীক্ষ্যদর্শীরা জানান, ‘আসল বিএনপি’র নামধারী ২৫-৩০ জন নেতাকর্মী সোমবার দুপুরে জোনাকি সিনেমা হলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা তাদের উপস্থিতি বুঝতে পেরে ধাওয়া দেয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ‘আসল বিএনপির’ ৪-৫ জন নেতাকর্মী পালাতে গিয়ে আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুলিশ অবস্থান করছেন।
মন্তব্য চালু নেই