ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রনিকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে ঢাকার রূপনগর থানা পুলিশ।

রূপনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ আলম জানান, প্রায় এক বছর ধরে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রূপনগর থানা এলাকায় বসবাস করে তার সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করেছিলেন রনি।

এক পর্যায়ে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রনি তাকে বিয়ে না করায় ওই মেয়ে গত সপ্তাহে রনিকে আসামি করে রূপনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তাকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখন্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন ফকির জানান, ১৭ মে ওই নারী রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন শাওন বলেন, একরামুল হক রনি, শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং নবগঠিত গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তার পিতার নাম আজম এনামুল হক।



মন্তব্য চালু নেই