ধর্ষণ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
রাজশাহীতে মহানগরীতে ৯৫ পিস ইয়াবাসহ রহিদুল মৃধা (৩৫) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত রহিদুল মৃধা রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের এমার উদ্দীন মৃধার ছেলে।
শনিবার রাতে রাজশাহী নগরীর মতিহার থানার জাহাজঘাট ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাব-৫, রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার বিকেলে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের অপারেশন দল জাহাজঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় রহিদুল মৃধাকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও নগদ ১৮ হাজার ২০১ টাকা উদ্ধার করা হয়েছে। রহিদুল মৃধা দুর্গাপুর থানায় ২০১০ সালের ১ ডিসেম্বর দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি।
মন্তব্য চালু নেই