ধর্ষণের পর নারী শ্রমিককে হত্যা

নারায়ণগঞ্জ’র আড়াইহাজারে ধর্ষণের পর রাবেয়া (৩৫) নামে শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১১টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের পাশের এক চক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের কিতাব আলীর মেয়ে।
গোপালদী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, রাবেয়া স্বামী পরিত্যক্তা। তিনি চৈতনকান্দা গ্রামের বিল্লালের পাওয়ার লুমে শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার রাতেও তিনি কাজে যান। রাতের কোনো এক সময় তিনি বেরিয়ে আর কারখানায় ফিরে যাননি। পরে সকালে বাড়ির পাশে চক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ ব্যাপারে পরিস্কার করে বলা যাবে।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারেনি পুলিশ। রাবেয়া দীর্ঘ দিন ধরে তার বাবার বাড়ি বসবাস করে আসছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই