ধর্ষণের কথা পরিবারকে জানতে দেন নি লেডি গাগা
মার্কিন পপ গায়িকা লেডি গাগা যে মাত্র ১৯ বছর বয়সে ধর্ষিতা হয়েছিলেন, সে কথা তিনি আগেই স্বীকার করেছিলেন মিডিয়ার সামনে। কিন্তু এখন তিনি জানালেন, সে কথা তিনি কখনই তাঁর পরিবারকে জানতে দেননি। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’ পারফর্ম করেছিলেন লেডি গাগা। তিনি নারীদের উপর হওয়া যৌন নির্যাতনের উপর বানানো ডকুমেন্টারি ‘দ্য হান্টিং গ্রাউন্ড’এর জন্য গানটি লিখেছিলেন। ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন লেডি গাগা। আজ, ২৯ বছর বয়সে সে কথা আবার মনে করলেন তিনি। বললেন, তিনি লজ্জিত ও ভীত ছিলেন। তাই কারোর সঙ্গে ঘটনাটির কথা শেয়ার করতে পারেন নি।
মন্তব্য চালু নেই