‘ধর্ষক’কে ধরিয়ে দিল মানসিক ভারসাম্যহীন কিশোরী

ভারতের কলকাতা শহরে মানসিক ভারসাম্যহীন কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে এই ঘটনা ঘটে বলে থানার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

জানাগেছে, বাগুইআটির অর্জুনপুরে ১০ বছরের এক মানসিক ভারসাম্যহীন বালিকাকে ভুলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক স্বপন রাজবংশী। পরে তাকে এলাকার একটি ক্লাবের পাশে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কথা জানতে পারে পরিবারের সদস্যরা।খবর:এবিপি।

এব্যাপারে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এদিকে কিশোরী পুলিশ অভিযুক্ত যুবক স্বপন রাজবংশীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষককে দুই দিনের পুলিশ হেফাজতেরর নির্দেশ দিয়েছে বারাসত আদালত। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বাগুইআটি থানায় বিক্ষোভ করেছে গণতান্ত্রিক মহিলা সমিতি। এনিয়ে থানায় স্মারকলিপিও জমা দেয় তারা।



মন্তব্য চালু নেই