ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ম নিয়ে অশান্তি করা চলবে না। তিনি বলেন, ধর্মকে নিয়ে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। তিনি সকলকে শান্তিতে সহাবস্থান করার আহ্বান জানান।
আজ পাবনা শহরের শ্রী শ্রী জয়কালি মন্দিরে সার্বজনীন দুর্গাপুজা পরিদর্শনে এসে সকল ধর্মাবলম্বীদের উদ্দেশে ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সার্বজনীন পুজা বিশেষ কোন গোষ্ঠীর নয়, এ পুজা সকলে উপভোগ করতে পারেন। তিনি বলেন, কিছু উন্মাদ ব্যক্তি মাঝে মধ্যে ধর্মের নামে নানা অপকর্ম করে। ধর্মের নাম করে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। মন্ত্রী সার্বজনীন শারদীয় পুজায় দেশবাসীকে হৈমন্তি শুভেচ্ছা জানান।
পরে মন্ত্রী আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃমন্দির এবং ঈশ্বরদীর মৌবাড়িয়া মন্দির ও পুজা পরিদর্শন করেন।
এসময় অন্যানের মধ্যে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবীর, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আবুল কালাম আজাদ বাবু, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস পাবনা জয়কালি মন্দির কমিটির সভাপতি গণেশ ঘোষ, সাধারণ সম্পাদক প্রলয় চাকি, আটঘরিয়া উপজেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহজাবিন শিরিন পিয়া, আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা আক্তার নীলা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই