‘ধরিত্রী কন্যা’ শেখ হাসিনা
জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ধরিত্রী কন্যা’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার এক বিবৃতিতে মন্ত্রী প্রধানমন্ত্রীকে এই উপাধি দেন। বিবৃতিতে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দি আর্থ পদক অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, বাঙালি জাতির গৌরব বৃদ্ধি করেছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা কেবল আজ বাঙালি জাতির অহঙ্কার নয়, তিনি এ ধরিত্রীর অহঙ্কার। তিনি গোটা বিশ্ববাসীর অনুকরণীয় নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
মন্তব্য চালু নেই