ধরা পড়েছে খালেদা ও মান্না রঙিলা জালে : নৌ পরিবহন মন্ত্রী

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেন, একটি গানের লাইন টেনে বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে উদ্দেশ্যে করে বলেন, ‘ধরা পড়েছে খালেদা জিয়া ও মান্না রঙিলা জালে।’ এ জাল থেকে তারা পালাতে পারবে না।’
বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন আরও বলেন, ‘৭১’ সালের স্বাধীনতার যুদ্ধে পাক-হানাদাররা বাঙালিকে গুলি করে মারতো। আর এখন তাদের দোশররা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’

বিক্ষোভ সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান মান্না বলেন, ‘নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।’

বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এমানুল হক। সভা পরিচালনা করেন রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ ম-ল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।



মন্তব্য চালু নেই