ধরা পড়লো বিশ ফুট বিস্ময়কর ‘বাণ মাছ’

সাগরের গভীর থেকে আসা অতিকায় বিস্ময়কর এ কবিস্ময়কর বাণ মাছ ‘পাঁকাল’ (Eel) ধরা পড়লো জেলেদের জালে। একটি ডবল ডেকার বাস এর সমান উঁচু এই মাছ ধরা পড়েছে ব্রিটিশ উপকূলের জেলেদের দ্বারা। ২০ফুট দীর্ঘকায় এই সামুদ্রিক বাণ মাছ ‘পাঁকাল’ ঘটনাক্রমে ডিভন প্লাইমাউথ এর একটি নৌকার জালে ধরা পড়েছে।

প্লাইমাউথ এর ৪২ বছর বয়সী এক ব্যাবসায়িক জেলে ‘স্কট গভিএর’ যার কাছে সমুদ্রের অনেক মাছ ও বিচিত্র প্রাণী ধরা পরেছে, তিনি বলেন, আমি এর আকৃতি দেখে “স্তব্ধ” হয়েছিলাম, বিস্ময়ে কথা বলার মত শক্তি আমার ছিলো না’।

তিনি আরও বলেন, ‘এটা যখন মারা হচ্ছিলো সত্যিই চমৎকার একটি নমুনা ছিল। এমন মাপ ও আকারের বিস্ময়কর নমুনা পৃথিবীতে হয়তো আর খুববেশী নেই’।

বিস্ময়কর এই মাছ তার রেকর্ড ভঙ্গ করা আকার সত্ত্বেও, প্লাইমাউথ বাজারে যখন বিক্রি করা হয় তখন এর মূল্য কেবল মাত্র ৪০ পাউন্ড নির্ধারন করা হয়।

গভিএর বলেন, ‘যদিও এটি আশার চেয়েও কম মূল্যে বিক্রি করা হয়েছে, কিন্তু এটি মানুষকে বিস্মিতও করেছে’। এতো বিশাল আকারের মাছ ধরা পড়ায় জেলেরা একাধারে আনন্দিত ও বিস্মিত।

সূত্র : আইটিভি।



মন্তব্য চালু নেই