ধনী হতে চাইলে বাড়ি থেকে ফেলে দিন এই ১০ জিনিস
কে না ধনী হতে চান? পরিশ্রম, মেধা, ধৈর্য— সবই আপনার হাতে রয়েছে। কিন্তু ভাগ্য বলেও কিছু একটা থেকে যায় শেষ পর্যন্ত। বাস্তুবিদরা জানান, সম্পদকে গৃহে স্থায়িত্ব দিতে হলে গৃহের দিকেও কিছুটা নজর দিতে হয়। বাড়িতে কিছু জিনিসের উপস্থিতি সম্পদের সঞ্চয় ও সমৃদ্ধিতে বাধা দেয়। সেগুলো বাড়ি থেকে ফেলে দিলে সমৃদ্ধি অবস্যম্ভাবী।
দেখা যাক সেই তালিকা :
১. বাড়িতে থেকে পায়রার বাসা সরিয়ে ফেলুন। বাস্তু-মতে পায়রার বাসা গৃহে দারিদ্রকে আটকে রাখে।
২. বাড়ি ও তার চৌহদ্দিতে মৌচাক থাকলে সাবধান। শুধু হুল নয়, মৌমাছির উপস্থিতি গৃহসমৃদ্ধির পক্ষেও অনুকূল নয়।
৩. মাকড়সার জাল বাড়িতে অমঙ্গল ডেকে আনে বলেই বাস্তু-বাচন। বাড়ি থেকে মাকড়সা সরান।
৪. ভাঙা আয়না নিয়ে সংস্কার সব দেশেই রয়েছে। ভাঙা আয়না অশুভ শক্তিকে আকর্ষণ করে।
৫. বাড়িতে বাদুড় থাকা মোটেই সুবিধের ব্যাপার নয়। বাদুড়ের উপদ্রব থাকলে সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ রাখুন।
৬. বাড়ির দেওয়ালগুলোর দিকে লক্ষ্য রাখবেন, পলেস্তারা খসা দেওয়াল সমৃদ্ধিকে বাধা দেয়।
৭. বাড়ির পানির কলগুলোর দিকে দৃষ্টি রাখুন। কলগুলো যাতে টাইট করে বন্ধ করা যায়, সেটা খেয়াল রাখবেন।
৮. বাড়ির ছাদকে জঞ্জালমুক্ত রাখুন।
৯. শুকনো ফুল, শুকনো পাতা জমিয়ে রাখবেন না।
১০. বাড়ির ইলেক্ট্রিক কানেকশনকেও নজরে রাখুন। কোনো শৈথিল্য কিন্তু বিপদের সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যকেও ডেকে আনতে পারে।
মন্তব্য চালু নেই