দয়াশীলতার অনন্য উদাহরণ ভাইরাল হলো ফেসবুকে (ভিডিও)

নিউ ইয়র্কের এক সাবওয়ে থেকে রেলে চড়েছেন। অনেকে। এদের মধ্যে অচেনা এক লোকের প্রতি অন্যের দয়াশীলতার নিদর্শন রীতিমতো ভাইরাল হয়ে গেছে অনলাইনে।

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, কালো চামড়ার এক লোক ট্রেনের সিটে বসে রয়েছেন। তার শরীরে শার্ট বা গেঞ্জি নেই। খালি গায়ে বসে রয়েছেন। ওই লোকটিকে নিজের টি-শার্ট খুলে পরিয়ে দিচ্ছেন আরেক সাদা চামড়ার ভদ্রলোক। গোটা ঘটনা ক্যামেরায় বন্দি করেন ফেসবুক ব্যবহারকারী লাজারো এল ফিও। টাইমলাইনে দেওয়ার পর তা দেখে ফেলেছেন ১৩ মিলিয়ন মানুষ। ২ লাখ ৬০ হাজার শেয়ার হয়েছে।

ট্রেনে উঠে খালিগায়ে বসেছিলেন অজ্ঞাতনামা নিগ্রো লোকটি। শীতে কাঁপছিলেন। তার আরেকটু দূরে বসেছিলেন জে নামের আরেক যাত্রী। তিনি উঠে আগন্তুকের দিকে গেলেন। নিজের সাদা রংয়ের টি-শার্টরা খুলে পরিয়ে দিলেন। জে তার মাথা থেকে ক্যাপটিও খুলে পরিয়ে দেন আগন্তুকের মাথায়।

ফেসবুকে সবার একটিও কথা। এতো দয়াশীলতা এবং ভালোবাসা এখনো পৃথিবীর নানা প্রান্তে ঠিকই টিকে রয়েছে। নতুন বছরের শুভ সূচনার লক্ষণ হতে পারে এটি। এ সুখ ও উষ্ণতা বিশ্বের সবাই অন্যের প্রতি ছড়িয়ে দিতে পারেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ…



মন্তব্য চালু নেই