দ্রুত চুল লম্বা করে কুমড়ার বিচি!
মাথার ত্বকে পুষ্টি জোগাতে, নতুন চুল গজাতে, চুলের রুক্ষতা দূর করতে, খুশকির সমস্যা সমাধানে এবং বিশেষ করে চুল দ্রুত লম্বা করতে কুমড়ার বিচি বেশ উপকারী। কারণ এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, সি ও বি। যা এসব সমস্যার সমাধান করে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে সাহায্য করে।
পযড়ষ
কীভাবে চুলে কুমড়ার বিচি ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
প্রথমে মিষ্টিকুমড়া থেকে বিচি বের করে নিন। এবার ভালো করে ধুয়ে একটি পেপারের ওপর ছড়িয়ে রোদে রাখুন। ২৪ ঘণ্টা পর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন।
দ্বিতীয় ধাপ
এবার একটি প্যানে তিন টেবিল চামচ নারকেল তেল ও দুই টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে অল্প আঁচে গরম করুন।
তৃতীয় ধাপ
পাঁচ মিনিট পর চুলা বন্ধ করুন। রুমের তাপমাত্রায় তেল ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে কুমড়ার বিচি গুঁড়ো দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন।
চতুর্থ ধাপ
এবার চুল ভালো করে আঁচড়ে নিন। যাতে কোনো জট না থাকে। চিকন চিরুণি দিয়ে চুল না আঁচড়ানোই ভালো।
পঞ্চম ধাপ
চুল ছোট ছোট ভাগ করে নিন। এবার একটি ব্রাশের সাহায্যে চুল ও মাথার তালুতে মিশ্রণটি ভালো করে লাগান।
ষষ্ঠ ধাপ
এরপর পুরো চুল পেঁচিয়ে একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা অপেক্ষা করুন। এখন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
মন্তব্য চালু নেই