দ্বিতীয় বিয়ের পথে জেনি

প্রেমের পাঠ শেষ করে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেনি।

একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রধান তানভীর খান। মিডিয়াতে কাজ করতে গিয়েই জেনির সঙ্গে পরিচয়, যা এক সময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। যদিও বিষয়টি নিয়ে কখনও মুখ খুলেননি দু’জনের কেউই। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে প্রেমের বিষয়টাকে ‘ওপেন সিক্রেট’ হিসেবে প্রতিষ্ঠা করেন।

নতুন খবর অনুযায়ী, আংটি বদলের কাজটিও সেরে ফেলেছেন এই প্রেমিক যুগল। সম্প্রতি জেনির প্রেমিক তানভীর খান ফেসবুকে ‘অ্যাঙ্গেজ’ লিখে দুজনেরে একটি ছবি প্রকাশ করেন। যাতে জেনির হাতের আঙ্গুলে দুটি আংটি শোভা পাচ্ছিলো। আর জেনি তা হাত উচিয়ে প্রদর্শনের চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, পন্ডসের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে প্রেমের বাঁধনে আটকা পড়েন জেনি। একসময় গোপনে বিয়েও করেন। সংবাদ মাধ্যমে গোপন বিয়ের খবর প্রকাশ হলে তারা তখন আওয়াজ দিয়ে জানান বিয়ের বিষয়টি। বিয়ের বছর দুয়েকের মধ্যেই এ সংসার ভেঙে যায়।



মন্তব্য চালু নেই