দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-ভারত

দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ে সফর করছে ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে ভারতের দ্বিতীয় সারির দলটিকে ভালোই ধাক্কা দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য জয় বঞ্চিত হয়েছে এলটন চিগম্বুরার দল। ভুবনেশ্বর কুমারের অসাধারণ এক ওভার লজ্জার হাত থেকে রক্ষা করে ভারতকে। শেষ পর্যন্ত জয় পায় ৪ রানে।

প্রথম ওয়ানডেতে যে সমস্যাগুলো হয়েছে সেটা কাটিয়ে উঠে আজ আরো ভালো করতে চায় ভারত। অন্যদিকে প্রথম ওয়ানডেতে জয় বঞ্চিত হলেও দ্বিতীয় ওয়ানডেতে আর তেমনটি হতে দিতে চায় না স্প্রিং বক খ্যাত জিম্বাবুয়ে। এমন পরিস্থিতিতে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি, সম্প্রচার করবে টেন ক্রিকেট।



মন্তব্য চালু নেই