দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নি:শর্ত মুক্তির দাবিতে ছাত্রইউনিয়নের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহালের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া ১৬ জন শিক্ষার্থীর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর সিএমএম কোর্ট এলাকায় মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ও সরকারি কবি নজরুল কলেজ সংসদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থী জুবায়ের হোসেন, জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক আল আমিন ও কবি নজরুল ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে আটককৃত সকল শিক্ষার্থীকে নি:শর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল লক্ষ্মীবাজার ঘুরে রায়সাহেব বাজারে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ঢাবি ও জবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার নিয়ম বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৬ জনকে গত ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই