দৌলতপুরে দু’প্রার্থীর সংঘর্ষ চলছে, ভোটগ্রহণ স্থগিত

কুষ্টিয়া জেলার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু ইউসুফ লালু ও স্বতন্ত্র প্রার্থী আসরাফুলের (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আল্লার দর্গা সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ শুরু হয়ে তা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আসরাফুল জানান, আওয়ামী লীগ প্রার্থী আবু ইউসুফ লালুর সমর্থকরা ওই কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারছিল। এ সময় বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুরের মরিচা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকার এমপি রেজাউল হক চৌধুরীর ভাইয়ের ছেলে তোশান চৌধুরী আহত হন।



মন্তব্য চালু নেই