দোহাই তোমার, এবার থামো
হে তুমি কি আজকাল খেয়াল করেছো,
মানুষজন কি বলছে তোমায়?
দিন নেই রাত নেই উন্মাদ বনে গিয়ে
সময়ে অসময়ে বাজাও তুমি বিরামহীন
নিজের ঢোল নিজের মত করে!
লোকজন হাসে বড্ড বেশি হাসাহাসি করে
তোমার এই কা-কারখানা দেখে।
তিলকে তাল তালকে তিল বানিয়ে যখন তুমি
উপস্থাপন করো সভা-সমাবেশে
মানুষ তাকায় তোমার দিকে বিস্ময়ের চোখে।
তুমি যা নও তা কেনো বারংবার প্রচার করছো
তোমার লজ্জা-শরমের মাথা খেয়ে?
এমনি করে আর কত হাসির পাত্র হবে তুমি!
দোহাই তোমার, দোহাই এবার থামো
নয়তো সহসাই খাবে ধরা জনতার আদালতে।
মন্তব্য চালু নেই