দেড় বছর পর বিজ্ঞাপনে সুজানা
সম্প্রতি মডেলিং এবং অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তবে অভিনয় আর মিউজিক ভিডিও নিয়েই ব্যস্ত সুজানা। খুব বেঁছে বেঁছে কাজ করেন তিনি। তবে যাই করছেন এখন তাই যেন প্রশংসিত হচ্ছে। তবে অভিনয়ের ব্যস্ততায় বিজ্ঞাপন থেকে যেন কিছুদিন দূরে ছিলেন। কিন্তু খুব শিগগিরই নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপনটি সম্পর্কে সুজানা জানান, ‘প্রায় দেড় বছর পর বিজ্ঞাপনে কাজ করছি আমি। আসলে মন মতো কাজ না পেলে আমি করি না। তবে এবারের বিজ্ঞাপনটি থিম শুনে ভালো লেগেছে তাই করছি’।
বিজ্ঞাপনটির শুটিং হবে ভারতে। মার্চে এই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সুজানা। এটি পরিচালনা করবেন ভারতের পরিচালক। বিজ্ঞাপনটি একটি ইলেকট্রনিকস প্রোডাক্টের।
তাছাড়া বর্তমান সময়ে সিরিয়ালের কাজ নিয়েই ব্যস্ত তিনি। আর সম্প্রতি ভালোবাসা দিবসে ইউটিউবের জন্য নির্মাণ করা নাটক ‘তাই তোমাকে’ তে অভিনয় করে বেশ প্রশংসিতও হয়েছেন সুজানা। সব কিছু নিয়ে বেশ ভালোই সময় পার করছেন এই অভিনেত্রী।
মন্তব্য চালু নেই