দেহ ব্যবসায় জড়াচ্ছেন স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা! (ভিডিও)
স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা পরিবার ও সন্তানের ভরণ-পোষণের জন্য জড়াচ্ছেন দেহ ব্যবসায়। সুন্দর এ পৃথীবির আলো বাতাসে সমাজিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার থাকলেও অভাবের তাড়নায় দেহ ব্যবসায় নামছে এসব মধ্যবয়সী নারীরা।
এসব নারীরা সন্তানের ভরণ-পোষণ ও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই নামছেন এ পেশায়। তাছাড়া সমাজে ভদ্রতার মুখোশ পরা এক শ্রেনরি মানুষ চাকরি দেয়ার নাম করে এসব অসহায় নারীদের নামিয়ে দিচ্ছেন এ পেশায়।
অসহায় এসব নারীরা আত্মীয়-স্বজনের কাছ থেকে বঞ্চিত হয়েই অনেকটা এ পথে পা বাড়িয়েছে। শিক্ষিত না হওয়ায় এসব নারীরা কোথাও ভালো কাজও করতে পারছেন না। তাই বেছে নিয়েছেন এ অন্ধকার জগত।
কিছুদিন পরপর এসব নারীদের পুলিশ ধরে নিয়ে গেলেও ছাড়া পেয়ে আবারও ফিরে আসে তাদের এ পূর্বের পেশায়।
ভিডিওতে ওইসব নারীদের দেখতে ও তাদের কথা শুনতে এখানে ক্লিক করুন…
মন্তব্য চালু নেই