দেহব্যবসায়ী হিসেবে গ্রেফতার ৩০ টিভি উপস্থাপক

দেহব্যবসায়ী সন্দেহে ৩০ জন রোমানিয়া টিভি উপস্থাপক ও মডেলকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন থেকেই ঐ মডেল ও উপস্থাপকেরা মধুচক্র চালাত। প্রতি রাত পিছু তারা কাস্টমার দের থেকে ১০,০০০ পাউন্ড করে টাকা নিত। একই সঙ্গে এক একজন কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে ১,৫০০ ডলার উপরি আয়ও ছিল বাঁধা।
তাদের আগামী শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সেদেশের বিশিষ্ট টিভি উপস্থাপক ড্যানিলা ক্রুড় ও প্লেবয় মডেল দিয়ানা নিকোরাসের নামও জড়িয়েছে ওই ঘটনায়।





























মন্তব্য চালু নেই