দেহব্যবসার অভিযোগ অস্বীকার করলেন শ্বেতা

দেহব্যবসার অভিযোগে আটকের পর থেকে এতদিন পর্যন্ত মুখ খোলেননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। প্রায় দুই মাস পর মুখ খুলেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন তিনি।

মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দেহব্যবসা ও এ কারণে তাকে গ্রেফতারের যে খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা আদৌ ঠিক নয়। সংবাদকর্মীদের প্রশ্ন ছিল, তাহলে সত্যিটা কী?

তিনি বলেন, আমি শুক্রবার (৩১ অক্টোবর) জেলহেফাজত থেকে বাড়ি ফিরেছি। হেফজতে থাকা অবস্থায় আমাকে কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি আমার বাবা-মায়ের সঙ্গেও না। গণমাধ্যমের সঙ্গেও আমার যোগাযোগ ছিল না। ফলে আমি কিছুই জানতাম না, আমাকে নিয়ে গণমাধ্যমে কী সব প্রচার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অর্থের অভাবে আমি দেহব্যবসায় নেমেছি- এ তথ্য সম্পূর্ণ ভুল। সিনেমায় আমার কাজের অভাব ছিল, তাও ঠিক নয়। আমি একটি পুরস্কারবিতরণ অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলাম। আয়োজকরা আমার বিমান ভাড়া ও হোটেল খবর দিয়েছিল। অনুষ্ঠান শেষে একদিন বেশি সময় বন্ধুদের সঙ্গে আমি সেখানে থেকে গিয়েছিলাম। সেদিনই রাতেই হোটেল রেইড হয়। কি করে যে সেখানে পুলিশের হাতে ফেঁসে গেলাম, আমি বুঝতেই পারিনি। কিন্তু আমাকে নিয়ে একজন সাংবাদিক তার মনগড়া ধারণা গণমাধ্যমে প্রচার করেছে যে, আমি অর্থের অভাবে দেহব্যবসায় জড়িয়েছি। এটি সম্পূর্ণ বানোয়াট।’

তিনি জানান, ভুয়া তথ্য প্রচারকারী সেই সাংবাদিককে এখন খুঁজছেন তিনি। তার ধারণা, তার সন্ধান পেলেই সব সত্য বেরিয়ে আসবে।



মন্তব্য চালু নেই