দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ঝাটকা ধরার মৌসুমে এ থেকে বিরত রাখতে আওয়ামী লীগ সরকার জেলেদের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে ৪০ কেজি করে চাল প্রতিমাসে বিতরণ করছে।

জেলেদের বেশি চাল দেওয়ার ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এখন মাছেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটিতে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওয়াতায় জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নলছিটি পৌরসভা চত্বরে অুষ্ঠিত চাল বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র ফারুখ হোসেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান অ্যাভোকেট ইউনুস লস্কর, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানে উপজেলার ২৮২ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। এভাবে চার মাস ওই চাল বিনামূল্যে বিতরণ করা হবে।



মন্তব্য চালু নেই