দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটির বেশি

দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত মে মাসে ৬ কোটি ছাড়িয়ে গেছে। এর আগের মাসে (এপ্রিলে) দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ২০ লাখ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি বলছে, গত এপ্রিলে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটি ২০ লাখ থাকলেও মে মাসে তা ৬ কোটি ৩৩ লাখের মাইলফলক স্পর্শ করেছে।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানিয়েছে বিটিআরসি। মে মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার। আগের মাসে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার জন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বলছে, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০ লাখ ২১ হাজার জন থাকলেও মে মাসে তা বেড়ে ৩০ লাখ ৩৭ হাজার জনে পৌঁছায়।

তবে ওয়াইফাই ব্যবহারকারীর স্যংখ্যা এপ্রিলের চেয়ে মে মাসে কমেছে। এপ্রিলে এক লাখ ২৪ হাজার জন ওয়াইফাই সংযোগ ব্যবহার করলেও মে মাসে তা কমে এক লাখ ১৮ হাজার জনে দাঁড়ায়।



মন্তব্য চালু নেই