দেশে ফিরে গেছেন আফ্রিদি

ব্যক্তিগত কাজে হঠাৎ করেই দেশে ফিরে গেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। রংপুর তাকে তিনটি ম্যাচে পাচ্ছে না।

রাজশাহী কিংসের বিপক্ষে দুটি এবং চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে আফ্রিদিকে দলে পাবে না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর।

আফ্রিদি আবার ঢাকায় ফিরবেন ২৯ নভেম্বর। রোববার চিটাগাংয়ের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামবেন ক্রিস গেইল। ওই ম্যাচের তাদের প্রতিপক্ষ রংপুর। কিন্তু গেইল ও আফ্রিদির লড়াইটা দেখতে পারছেন না ক্রিকেট প্রেমীরা।

চট্টগ্রাম পর্ব শেষে ২৩ তারিখে ঢাকায় ফিরেছে রংপুর। এরপরই পারিবারিক কার্যক্রমে অংশ নিতে দেশে ফিরেছেন তিনি। আফ্রিদির রংপুর ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বোলিংয়ে দারুন পারফরম্যান্স করছেন এই অলরাউন্ডার। আফ্রিদিকে তিন ম্যাচে না পাওয়ায় রংপুরের ছন্দ পতনের আশংকা করছেন অনেকে।



মন্তব্য চালু নেই