দেশে ফিরেছেন ড. আতিউর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভারত সফর শেষে দেশে ফিরেছেন। আজ সোমবার বিকাল চারটার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে গভর্নরকে রিসিভ করেছেন বাংলাদেশ ব্যাংকের জিএম (প্রটোকল) আসাদুজ্জামান।
বিমানবন্দরে আগে থেকে অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা। তবে গভর্নর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ভিআইপি টার্মিনাল দিয়ে বেরিয়ে তিনি কালো গ্লাসের একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।
রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দেশের বাইরে থাকায় অনেকেই এর সমালোচনা করেন। আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রিজার্ভ থেকে টাকা চুরির বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি এলেই তার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
সূত্র জানিয়েছে, বিমানবন্দরে নামার পরই গভর্নরকে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে। তিনি আজই অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই