দেশে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ
গত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল শুধু টেস্ট নয় সব সংস্করণেই দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে গুঞ্জনই সত্যি হলো আজ।
মঙ্গলবার দেশে ফিরে আসছেন এই সাইলেন্ট কিলার। এ তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত অফফর্মে থাকার কারণেই দেশে ফিরছেন তিনি।
বেশ কিছু দিন থেকে ব্যাট কথা বলছে না মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টে গলেও ছিলেন চরম ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন খালি হাতেই। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন নিষ্প্রভ। যদিও ভারতে একটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।
সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন সেই ২০১০ সালে। এরপর বেশ কয়েকবার হাফসেঞ্চুরির দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি।
মন্তব্য চালু নেই