দেশে ফিরছেন অমৃতা খান
ঢাকাই ছবির নবাগত নায়িকা অমৃতা খান এ বছরের ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন রাশিয়ায়। বাবা-মা’র সঙ্গে অবসর উদযাপনই ছিল মূল লক্ষ। তবে অবসর উদযাপন শেষ করে আগামীকাল দেশে ফিরছেন অমৃতা। তবে আজ সাড়ে এগারটার দিকে টার্কিশ এয়ারলাইন্সে করে কিরগিজিস্তান থেকে দেশের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন তিনি। বিশকেক থেকে ইস্তানবুল হয়ে ঢাকা ফিরবেন আগামীকাল ভোর চারটায়।
এদিকে রাশিয়ায় তাকা অবস্থাতেই অমৃতা অভিনীত ‘পাগলা দিওয়ানা’ মুক্তি পায়। যদিও ছবিটিতে তার উপস্থাপন নিয়ে অভিযোগ রয়েছে তার। দেশে এসেই আবারো কাজে মনোযোগি হবেন বলে জানান অমৃতা।
মন্তব্য চালু নেই