দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ভারতের চেয়ে বেশি
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর শতকরা হার ভারতের চেয়ে বেশি। জাতীয় আদমশুমারির সর্বশেষ তথ্যানুসারে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি। মোট জনসংখ্যার শতকরা হিসেবে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার অর্থাৎ ৩৬ দশমিক ৭১ ভাগ।
ভারতের মোট জনসংখ্যা একশ ৩২ কোটি ৬৮ লাখ দুই হাজারের বিবেচনায় ইন্টারনেট ব্যবহারকারীর শতকরা হার ৩৪ দশমিক ৮৩ ভাগ। তবে জনসংখ্যার হিসেবে ভারতের ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ২১ লাখ ২৫ হাজার। ইন্টারনেট লাইভ ষ্ট্যাটাস ওয়েভ মে ২০১৬ এর হিসেবে এ তথ্য জানা গেছে।
মোট জনসংখ্যার শতকরা হার বিবেচনায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মালদ্বীপে মোবাইল ব্যবহারকারির সংখ্যা এক লাখ ৯৮ হাজার যা শতকরা হিসেবে বাংলাদেশের চেয়ে বেশি ৫৩ দশমিক ৫৬ ভাগ।
বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, বিশ্বের ৭৪০ কোটি জনগোষ্টির মধ্যে সাতশ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট সুবিধার আওতায় আছে ৩২০কোটি।
মন্তব্য চালু নেই