দেশে আসছে সাকিবের রাজকন্যা

জন্মের চারমাস ১৭ দিনের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশে আসছে সাকিবের রাজকন্যা আলাইনা হাসান অব্রি। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে মায়ের সাথে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সাকিব কন্যা। মা উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের নয় নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই বাংলাদেশ-যুক্তরাস্ট্র ভ্রমণের উপর রয়েছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবারই মেয়েকে নিয়ে ঢাকা নামছেন শিশির।

এর আগে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন সময়েই যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে দেশে ফিরবে তাদের মেয়ে।



মন্তব্য চালু নেই