দেশে অব্যাহত সহিংসতায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় সুশিল সমাজের মানব বন্ধন

দেশে অব্যাহত সহিংসতায় নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রবিবার বিকালে জেলার ভাঙ্গুড়া উপজেলা সুশিল সমাজের ব্যানারে শিক্ষক,সাংবাদিক,ব্যাবসায়ী ও মুক্তিযোদ্ধারা উপজেলা বাসট্যান্ডে মানব বন্ধন কর্মসুচি পালন করেন।

হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামানের নেতৃত্বে ভাঙ্গুড়া মহিলা কলেজ,ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ,বিবি স্কুল এন্ড কলেজ,হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদ্রাসা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,ভাঙ্গুড়া প্রেস ক্লাব,সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শরৎনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,বনিক সমিতি ও সুধিবৃন্দ এই মানব বন্ধন কর্মসুচিতে অংশ নেন।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এতে যোগদান করলে মানব বন্ধন বিশাল আকারে রুপ নেয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জাইদুর রহমান,অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,অধ্যক্ষ বদরুল আলম,অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন,অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকছেদ আলী, প্রেস ক্লাব সভাপতি মাহবুব-উল-আলম,সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম,মোঃ শওকত আলী, হাবিবা খন্দকার ইভা, মোফাজ্জল হোসেন, হাবিবা পারভীন লিলি, মোঃ আলাউদ্দিন, রাজিয়া সুলতানা প্রমুখ ।



মন্তব্য চালু নেই