দেশের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন এই ক্ষুদে শিশু
কৃতি সন্তান হাফেজ তারেক মনোয়ার অল্প বয়সেই কোরআনে হাফেজ হয়ে ওঠেন। বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন এই ক্ষুদে শিশু।
এ ক্ষুদে কোরআনের হাফেজের সুলিলিত কন্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত ও টিভির পর্দায় থাকা সবাই।
এটিএন বাংলা চ্যানেলের কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের রেকর্ড অর্জন করেছেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত কোরআনে হাফেজদের মধ্যে সে কোরআনের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হয়েছেন। যে বয়সে অন্য শিশুরা ভালভাবে কথা বলতেই শেখে না, কিন্তু তোরেক সেই বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন।
তার স্মৃতিশক্তি খুবই প্রখর। গত রোববার সকাল ১১টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনূর রহমান তাকে শুভেচ্ছা ও সম্মাননা জানান। এ সময় হাফেজ তারেক বলেন, সে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
মন্তব্য চালু নেই