দেশের জন্য আইপিএলকে ‘না’

মিলিয়ন ডলারের টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ান লিগে (আইপিএল) খেলে কোটি কোটি টাকা আয়ের সুযোগ ছিল অস্ট্রেলিয়ান পেসার জস হেজেলওডের সামনে। তবে জাতীয় দলের জন্য অর্থের হা্তছানিকে পেছনে ফেলেছেন তিনি। আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই অসি বোলার।

২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্স জস হেজেলওডকে প্রথমবারের মতো দলে ভেড়ায়। ২০১৫ মৌসুমের জন্য তাকে ১ লাখ মার্কিন ডলারের বিনিময়ে দলে রেখে দেয় মুকেশ আম্বানির দল। তবে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে আইপিএলে না খেলার ঘোষণা দিয়েছেন তিনি।

এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘জাতীয় দলের হয়ে আগামী ব্যস্ত সূচির কারণে সে (হেজেলওড) আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করতে চেয়েছে। এই ব্যাপারে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়েছে।’

গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জস হেজেলওডের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তিনি।

প্রসঙ্গত, আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপর জুনের শেষ দিকে অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড সফরে যাবে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন টেস্ট দল। ৮ জুলাই কার্ডিফ টেস্ট দিয়ে অ্যাশেজ সিরিজ শুরু হবে।



মন্তব্য চালু নেই