দেশের কল্যাণে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছি। এজন্য বাংলার মাটিতে আমার মৃত্যু হলে হবে। আমি মৃত্যুকে ভয় পাই না। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। অন্যায়ের কাছে মাথাও নত করি না।

তিনি বলেন, নির্বাচনে না এসে বিএনপি যে রাজনৈতিক ভুল করেছে সে খেসারত সাধারণ মানুষের দিতে হবে কেন? স্বাধীনতা বিরোধীরা কখনই দেশের উন্নয়ন চায় না। তারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে।

বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে রাজনৈতিক ভুল করেছে উল্লেখ শেখ হাসিনা বলেন, গণআন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদি কর্মকাণ্ড চালাচ্ছে। জনগণের সমর্থন পাচ্ছে না বলেই তাদের এ কর্মকাণ্ড।

তিনি বলেন, মানুষ খুন করে আন্দোলন সফল করা যায় না। যে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা থাকে না। সে আন্দোলন সফল হয় না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।



মন্তব্য চালু নেই