দেশীয় টিভিতে বিদেশি সিরিয়ালে ক্ষোভ
দীপ্ত টিভির তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এখন বেশ জনপ্রিয়। চ্যানেলটিকে অল্প সময়ে পরিচিতি এনে দিয়েছে এটি। এর ধারাবাহিকতায় একুশে টিভি, মাছরাঙা টিভি ‘আলিফ লায়লা’, ‘টিপু সুলতান’সহ বিদেশি পুরনো সিরিয়াল আমদানি করছে বাংলায় ডাবিং করে প্রচারের জন্য। দিন দিন বাড়ছে বিদেশি সিরিয়াল প্রচারের সংখ্যা।
বিষয়টিকে দেশীয় নির্মাণের জন্য হুমকি বলে মনে করেন দেশীয় নির্মাতা-প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এর বিরুদ্ধে সোচ্চার হতে তারা সবাই একত্রে আন্দোলনে নামার কথাও ভাবছেন। তবে চ্যানেলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে দেশপ্রেমহীনতার কিছু নেই, দেশীয় নির্মাণের হুমকিরও কিছু নেই। দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এবং দেশীয় নির্মাণগুলোর প্রচারের ব্যবস্থা রেখেই বিদেশি সিরিয়াল প্রচার হচ্ছে। সবচেয়ে বড় কথা, যে দর্শকদের জন্য চ্যানেল ব্যবসা তাদের চাহিদার কথা মাথায় রেখেই সিরিয়ালগুলো আমদানি করা হচ্ছে।
মন্তব্য চালু নেই