দেশব্যাপী হরতাল-অবরোধের প্রতিবাদে রাউজানে মানববন্ধন

বিএনপি জামাত জোটের পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা, হরতাল, অবরোধ ও নৈরাজ্যর বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই ও রাঙ্গাাটি সড়কে বিশাল মানবন্ধন করেছে।

বিকাল ৩টা থেকে উপজেলার স্ব স্ব এলাকায় মানবন্ধনের যোগ দেয় হাজার হাজার নেতাকর্মি, সমর্থকসহ সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাহাড়তলী থেকে মদুনাঘাট ও রাঙ্গামাটি সড়কের রাউজান অংশের সর্তারঘাট থেকে রাউজান রাবার বাগান র্পযন্ত প্রায় ত্রিশ কিলোমিটার অংশ জুড়ে এই মানবন্ধনে এলাকার সরকার দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী, স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, মুয়াজিজ্জনসহ হাজার হাজার সর্বস্তরের জনগণ অংশ নিয়ে হরতাল অবরোধে মানুষ খুন বন্ধ করতে আহবান জানান।

এব্যাপারে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন ‘রাউজানবাসী বিএনপি-জামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিশাল মানব বন্ধনে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি অংশ নিয়ে পৃথক পৃথক স্থানে মানববন্ধনে অংশ নেওয়া মানুষদের উদ্যোশ্যে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, হরতার অবরোধের কোন প্রভাব রাউজানে নেই। আমার সংসদীয় এলাকাটি হরতালমুক্ত। বিগত ১০ বছরে রাউজানে কোন হরতাল অবরোধের কর্মসূচি পালন হয়নি এখানে।

রাউজানবাসি হরতাল-অবরোধে বিশ্বাসী নয়। তিনি আরো বলেন, দেশে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। যেখানে হরতাল অবরোধকারী দেখবেন সেখানেই তাদের প্রতিরোধ করুন। না হয় এদেশ কে তারা তালেবান রাস্ট্র বানিয়ে ফেলবে। কারন স্বাধিনতা বিরোধীচক্র পেট্রোল বোমাসহ নানা ভয়ঙ্কর বস্তু ব্যবহার মানুষ হত্যার মাধ্যমে দেশকে ধ্বংষের দুয়ারে ঠেলে দিতে চায়। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসিরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানব বন্ধনে রাঙ্গামাটি সড়কের সর্তার ঘাট, গহিরা, কুন্ডেশ্বরী, জানালীহাট, রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটা, জলিল নগর বাস স্টেশন, চারা বটতল, সুরেশ বিদ্যায়তন, রাউজান বাগান এদিকে কাপ্তাই সড়কের হালদা নদীর ব্রীজ, জিয়া বাজার বৈইজ্জ্যাখালী গেইট, মাইজ্জামিয়ার ঘাটা, কমলার দির্ঘী, নোয় াপাড়া বিশ্ববিদ্যালয়ে কলেজের র্জাার দিঘীর পাড়, নোয়াপাড়া পথেরহাট বাজার, ব্রাম্মণহাট, গশ্চি ধরের টেক, কালু মরার টেক, গশ্চি উচ্চ বিদ্যালয়, মাতব্বরের টেক, গশ্চি মোহাম্মদ জমা, গশ্চি নয়াহাট, দমদমা, বদুপাড়া, পাহাড়তলী চৌমুহনী ও চুয়েট এলাকা পর্যন্ত পৃথক পৃথক ব্যানারে সর্বস্তরের বেলা ২টা থেকে বিকাল ৫টা র্পযন্ত মানব বন্ধন চালিয়ে যান।

মানব বন্ধনে র্পৃথক পৃথক জায়গায় হরতাল অবরোধ প্রতিবাদে বিভিন্ন শ্লোগান লিখা ব্যানার ফেস্টুন হাতে প্রদর্শন করেন মানববন্ধনকারীরা। মানব বন্ধনের ভিন্ন ভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ফৌজিয়া খানম মিনা, কামাল উদ্দিন আহমেদ, জমির উদ্দিন পারভেজ, বশির উদ্দিন খান, জসিম উদ্দিন হিরু, ১৩নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়–য়া, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী, লায়ন শাহাবুদ্দিন আরিফ, মোজাহিদ উদ্দিন চৌধুরী লিংকন, ব্যবসায়ী জসিম উদ্দিন আমির, উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, সৈয়দ মোজাফ্ফর হোসেন, জাহাঙ্গীর সিকদার, দোস্ত মোহাম্মদ, আবুল বশর বাবুল, বাবুল মিয়া মেম্বার, মঞ্জুর হোসেন, শান্তিপদ বৈদ্য, তাফসীর আহমেদ বাবুল, মাওলানা সৈয়দ আবু মোস্তাক আল-কাদেরী, মাওলানা আইয়ুব বদরী, দক্ষিণ রাউজান ছাত্রলীগ সভাপতি সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম সুমন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাইফুদ্দিন সাইফ, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগ সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগ সভাপতি সেলিম উদ্দিন, এস .এম. সোলেমান বাদশা, এস.এম. হাফিজুর রহমান, লিয়াকত আলী, করিম বক্স মেম্বার, আবুল বশর,মোরশেদ আলম, সাইফুদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই