দেশব্যাপী যুবদলের বিক্ষোভ সোমবার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে সোমবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব শনিবার রাতে এই কর্মসূচি ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন।
প্রসঙ্গত, শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে এক কুলাঙ্গার বসে আছে। তাকে আদর দিয়ে ব্রিটিশ সরকার বসিয়ে রেখেছে। ব্রিটিশ সরকার কেন তাকে আশ্রয় দিয়েছে জানি না। সে ওখানে যাওয়ার পর টিউলিপ হুমকি পাচ্ছে। ব্রিটিশ সরকারের দায়িত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’
তবে প্রধানমন্ত্রী এসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করেননি।
মন্তব্য চালু নেই