দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা খালেদার

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেছেন।

এক প্রেস বার্তায় খালেদা জিয়া মঙ্গলবার এ শুভেচ্ছা জানান।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন। পবিত্র এ গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায়, কল্যাণ ও ন্যায় বিচারের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’



মন্তব্য চালু নেই